
।। অভয় নাগ ।।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার । মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষা রানী মন্ডলের মেয়ে বিনতা মন্ডলের নাম জড়ালো ।
গতকাল হাইকোর্টের অর্ডারে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি নিয়ে যে ৮৪০ জনের লিস্ট বেরিয়েছে তাতে ১৪১ নম্বর সিরিয়ালে নাম আছে বিনতা মন্ডল এর । জানা গিয়েছে, বিনতা মন্ডল বছর চারেক আগে গ্রুপ সি পদে নন্দনগর উচ্চ বালিকা বিদ্যালয় চাকরি পেয়েছিলেন ।
মেয়ে বিবাহ সূত্রে বারুইপুরে থাকে তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিনতা মন্ডলের মা মিনাখা বিধানসভার বিধায়ক, বাবা মিনাখাঁ বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল । মৃত্যুঞ্জয় মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি টেলিফোনে বলেছেন এ বিষয়ে আমি কোন কিছু বলতে চাই না। মেয়ের সাথে যোগাযোগ করছে অনেকে ।
Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023