
।।স্বর্ণালী মান্না ।।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায় । কিছুদিন আগেই ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে ।শুক্রবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও সর্বদা তাঁর স্বামীকে উৎসাহ দিয়ে এসেছেন সৌগত-পত্নী । পেশাগতভাবে চা-স্বাদ বিশেষজ্ঞ ডলি রায়, তাঁর স্বামীর সাথে লেক গার্ডেনসের বাসভবনে থাকতেন ।তাঁকে বলা হত ‘কলকাতার চায়ের রানী’ । দক্ষিণাপণ শপিং কমপ্লেক্সে তাঁর ডলি’স টি-শপ আজও বিখ্যাত ।
তাঁর প্রয়াণে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।একটি শোকবার্তায় তিনি লিখেছেন “আমাদের সবার ডলি বৌদি নিজের পেশায় একজন সফল নারী ছিলেন ।আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন । সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত । সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম । সৌগত ও ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা” ।
তিনি আরও জানান ডলি বৌদির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত । ডলি রায় ও সৌগত রায়ের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023