
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
সারেগামাপা’এর মঞ্চ থেকে পরিচিতি পায় দুর্নিবার সাহা। তাঁর কন্ঠস্বরের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও সমান আগ্রহ নেটিজেনদের।তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে সামাজিক মাধ্যমে। এবার সেই দুর্নিবারই অতীত ভুলে বর্তমানের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন। চলতি বছরেই গায়ক ছাদনাতলায় বসতে চলেছেন ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে।বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে। প্রস্তুত হয়ে গিয়েছেন বর-কনেও। এবার শুধুই বিবাহ লগ্নের অপেক্ষা। দুর্নিবার সাহাকে প্রায় সকলে চিনলেও, তাঁর সঙ্গিনী মোহর’কে চেনেন না অনেকেই। কনে অর্থাৎ মোহর পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব জনসংযোগ আধিকারিক তিনি। জনপ্রিয় গানের শো’তে দুর্নিবারের গান শুনেই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন নাকি। যদিও সেই প্রেমের ইজহার করার সুযোগ পাননি। কিন্তু গানের কথায় আছে না , ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’। সেই নসিবই মেলালো মোহর-দুর্নিবারকে। ২০২১ সালে দুর্নিবারের বিয়ে হয়েছিল মীনাক্ষী মুখার্জীর সঙ্গে। গত বছর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তবে এই থমকে যাওয়া সম্পর্ক থামিয়ে দেয়নি দুর্নিবারের জীবন। প্রেমে পড়েছেন আবার। ভালোবেসেছেন। মোহরের মধ্যেই জীবনসঙ্গীনীকে খুঁজে পেয়েছেন।আগামী ৯ মার্চ বিবাহ আসরে অগ্নিকে সাক্ষী রেখে পরিণয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023