
।।স্বর্ণালী মান্না ।।

বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর । শুধু প্রযোজনার জগতেই নয়, সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি এক উজ্বল নাম ছিলেন । যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় এই শোকসংবাদ ।বেলা ১১টা নাগাদ তাঁর শেষকৃত্ব সম্পন্ন হয় ।

১৯৭০ সালে চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার সাথে তাঁর বিয়ে হয় ।২০১২ সালে ৮০ বছর বয়সে প্রয়াত হন যশ চোপড়া ।সঙ্গীত শিল্পী , ডিজাইনার , লেখিকা হিসেবে তিনি তাঁর স্বামীর সাথে কাজ করেন । শেষ তাঁকে দেখা যায় নেটফ্লিক্সের তথ্যচিত্র “দ্য রোম্যান্টিক্স”-এ । তিনি গান গেয়েছেন “কভি কভি”, “নুরি”, “সিলসিলা”, “চান্দনি” , “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”-র মতো সিনেমায় ।

তাঁর মৃত্যুতে শোকবার্তা লিখেছেন অমিতাভ বচ্চন, জাভেদ আখতার প্রমুখ ।মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে আদিত্য চোপড়া্র বাড়িতে যান ক্যাটরিনা, ভিকি কৌশল ,শাহরুখ খান । পামেলা চোপড়ার মৃত্যু সংবাদ পেয়ে নিজের ছবি “কিসি কা ভাই, কিসি কি জান”-এর প্রিমিয়ার বাতিল করে দেন সলমন খান । শোকস্তব্ধ গোটা বলিউড পরিবার ।
- মণিপুরে সন্ত্রাসবাদী হামলা, শহিদ বিএসএফ জওয়ান - June 6, 2023
- বিদেশযাত্রায় বাধা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, হাজিরার নোটিশ দিল ইডি - June 5, 2023
- প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা গুফি পেন্টাল - June 5, 2023