
নিউজটাইম ওয়েবডেস্ক : ওজন কমাতে বা বাড়াতে হলে কম বেশি সবাইকেই মেহনত করতে হয়। ডায়েট চার্ট থেকে শুরু করে এক্সারসাইজ কোন কিছুই বাদ যায়না। তার মধ্যেও আনেকেই একটা সময় পর বিরক্ত হয়ে যান। তবে তারকাদের কাছে এই বিষয়টি যেন খুবই সহজ। ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাওয়াদাওয়া থেকে শুরু করে জিমের ট্রেনারের কথা মতো চলে দিনমাত্র কিছু সময়েই বেশ খানিকটা ওজন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তাঁরা। ‘থালাইভি’র লুকের জন্য আবার সেপথেই হাঁটলন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
‘থালাইভি’ ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। আর এই ছবিটিতে আম্মার সাথে সামঞ্জস্য রাখতে এক ভাক্কায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। খাওয়াদাওয়ার মিয়মে পরিবর্তন এনে এবং জিম করেই তা সহজেই করে ফেলেছেন কঙ্গনা। এদিন কঙ্গনার দিদি তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল একটি ট্যুইট করে জানান, ‘শেষ মুহূর্তে আর কিছু কাজ বাকি, এদিকে থালাইভি কঙ্গনা ইতিমধ্যেই ২০ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন। আবার দুমাস পরেই শুরু হবে ধাকড়-এর শ্যুটিং। যার জন্য আবার কঙ্গনাকে ২০ কেজি ওজন ঝড়িয়ে ফেলতেও হবে। এবার দেখা যাক, কঙ্গনার মুখের অবস্থা ঠিক কী হতে চলেছে। একটা ছবিতে কঙ্গনার থালাইভি চেহারা দেখা যাচ্ছে। অন্যটিতে আবার দেখা যাবে কঙ্গনার সেই গ্ল্যামারাস লুক।” চলতি বছরেই ২০ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি ‘থালাইভি’। কঙ্গনার দিদি তথা রঙ্গোলি এদিন বোনের দুরকম লুকের দুটি ছবি শেয়ার করেন। যার একটিতে তাঁর থালাইভি লুক এবং অন্যটিতে তাঁর মডেলিং-এর লুক দেখা যাচ্ছে। থালাইভি লুকে ২০ কেজি ওজন বাড়িয়ে ৭১ কেজি হয়েছে কঙ্গনার। জিম ট্রেনার যোগেশের সঙ্গে অভিনেত্রী তাঁর এই লুকের একটি ভিডিয়ো শেয়ার করেছেন।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023