
।।অভয় নাগ।।
চন্দনের গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে গ্রামবাসীরা, চাকরি যেতে শুরু করলে এলাকায় হাহাকার পরে যাবে।নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হতে গ্রেফতার হয়েছেন বাগদার মামাভাগ্নের চন্দন মন্ডল। চন্দনের গ্রেফতারের পর প্রতিবেশীরা মুখ খুলতে না চাইলেও মুখ খুলতে শুরু করেছেন গ্রামের অন্যান্য বাসিন্দারা।
তারা বলছেন শুধু এলাকায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহু চাকরি দিয়েছে চন্দন। শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরেই চাকরি দিত।তার সঙ্গে প্রভাবশালীদের সম্পর্ক ছিল। পুজোতে তার বাড়িতে আসতো। গ্রামবাসীরা জানান, ইতিমধ্যে এলাকার গ্রুপ -ডি র সাত আটজনের চাকরি বাতিল হয়েছে। এই ভাবে চাকরি বাতিল হতে শুরু করলে এলাকায় হাহাকার পরে যাবে।
পাশাপাশি গ্রামবাসীরা চন্দনের হয়ে কাজ করা এক মিডিলম্যানের কথাও তুলে ধরেছেন। তারা বলছেন সেই মিডিলম্যানের বাড়িতে ইতিমধ্যে টাকা ফেরত চাইতে লোক আসতে শুরু করেছ।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023