
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্তমানে ৪.০ দফায় চলছে লকডাউন। আর মাত্র চার দিন। তারপরেই শেষ হচ্ছে এই লকডাউনের মেয়াদ। কিন্তু তার পরেও আরও ২ সপ্তাহের জন্য লকডাউন বাড়তে পারে বলে খবর মিলেছে কেন্দ্রীয় সরকার সুত্রের তরফে।
সুত্রের খবর অনুযায়ী, আগামী পঞ্চম দফার লকডাউনের বিধিনিষেধ চতুর্থ দফার চেয়েও বেশি শিথিল করা হবে। এই দফাকে বলা হচ্ছে ‘লকডাউন এক্সটেনশন ইন স্পিরিট’। তবে এই দফায় নজরে রাখা হবে ১১ টি শহরকে। যেখানে মোটামোটিভাবে ৭২ শতাংশ করোনা রোগী মিলেছে। বাকি জায়গাগুলিতে শিথিল থাকবে বিধিনিষেধ। এই ১১ টি শহরের তালিকায় জায়গা পেয়েছে কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পুনে, সুরাট, জয়পুর, থানে ও ইন্দোর। যদিও এবিষয়ে সরকারের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় পরিসংখ্যাল বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫১,৭৬৬। তাঁদের মধ্য়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪,৪২৫ জন। মারণ ভাইরাস করোনার বলি হয়েছেন ৪৩৩৭ জন।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023