
নিউজটাইম ওয়েবডেস্ক : ঘোষণা হল বিহার নির্বাচনের নির্ঘন্ট। কঠোর ভাবে করোনা বীধি মেনেই হবে নির্বাচন জানাল বিহার নির্বাচন কমিশন। তিন দফায় হবে নীতিশ-লালুর রাজ্যের বিধানসভা নির্বাচন, শুক্রবার জানাল নির্বাচন কমিশন। নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১০ নভেম্বর।
মোট ২৪৩ টি আসনের নির্বাচন তিন দফায় হবে বলে জানান বিহারের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। প্রথম দফা হবে ২৮ অক্টোবর, দ্বিতীয় দফা হবে ৩ নভেম্বর, তৃতীয় ও শেষ দফার নির্বাচন হবে ৭ নভেম্বর। প্রথম দফায় ৭১টি আসন, দ্বিতীয় দফায় ৯৪টি আসন, তৃতীয় এবং শেষ দফায় ৭৮ টি আসনের নির্বাচন হবে। ভোট গণনা হবে ১০ নভেম্বর। এর সাথে সাথে নির্বাচন কমিশন জানান, এই ঘোষণার সাথে সাথে জারি হবে নির্বাচনী বিধি। নির্বাচন কমিশন নির্দেশিকা মেনেই ভোট গ্রহণের ব্যবস্থা করছে। নির্বচনের জন্য যাতে কোনোভাবেই কোভিড ১৯ এর সংক্রমণ না বাড়ে তাও লক্ষ্য রাখা হবে। এদিন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা জানান, করোনা পরিস্থিতিতে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিহার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ লক্ষেরও বেশি স্যানিটাইজার ইউনিট, ৪৬ লক্ষের বেশি মাস্ক, ৬ লক্ষ পিপিই কীট, ৬.৭ লক্ষ ফেস শীল্ড, ২৩ লক্ষেরও বেশি গ্লাভসের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। নির্বাচনের সময় করোনা বীধি মেনে চলা হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য নিয়োগ করা হবে নোডাল অফিসার। আগামী ২৯ নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022