
ঘূর্ণিঝড় মোকার প্রভাব দক্ষিন ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা তথা সুন্দরবনে পড়তে পারে। সেই কথাকে মাথায় রেখে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার জন্য ২৫ সদস্যের এনডিআরএফ টিম এল গোসাবায়।
বৃহস্পতিবার বিকেলে এনডিআরএফ দলের সদস্যরা এসে পৌঁছন গোসাবায়। তাঁরা শুক্রবার থেকেই এলাকায় ছড়িয়ে যাবেন। আপাতত এলাকার মানুষকে সচেতন করার কাজ করবেন তাঁরা। যদি বিপর্যয় ঘটে তাহলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চেষ্টাই করবেন এই দলের সদস্যরা। পাশাপাশি গোসাবা ব্লক প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে, সমগ্র দিকে নজরদারি চলছে।
দুর্বল নদীবাঁধ মেরামতির কাজ চলছে সেচ দফতরের তত্ত্বাবধানে। পাশাপাশি ফ্লাড শেল্টারগুলিকে তৈরি রাখা হয়েছে, শুকনো খাবারও মজুত রাখা হয়েছে। গোসবার পাশাপাশি কাকদ্বীপ, নামখানা এলাকাতেও এদিন সকাল থেকে এনডিআরএফ এর সদস্যরা মাইকিং শুরু করেছেন।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023