
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মধ্যেই বৃহস্পতিবার দুপুরের দিকে মহারাষ্ট্রের ওপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। যার জেরে এখনও পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একইসাথে এই ঘূর্ণিঝড়ের দাপটে আহত হয়েছেন আরও ৭জন।
করোনা ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে। গত ২ মাস থেকে লকডাউন চলার ফলে রাজ্যের অর্থনীতিতেও ব্যপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে নতুন করে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গের মুখোমুখি হয়েছে মহারাষ্ট্র। গত দুসপ্তাহ আগে বাংলায় বিধ্বংসীলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এবার নতুন করে নিসর্গের জন্য ক্ষতির মুখে পড়ল মহারাষ্ট্র। এদিন আলিবাগের উমতে গ্রামে বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ হারান ৫৮ বছর বয়সী ব্যক্তি। বাকি যে ৭জন আহত হয়েছেন তাঁদের মধ্যে চার জন রত্নাগিরি জেলার এবং তিন জন মুম্বইয়ে বাসিন্দা। বুধবার বেলা ১ টা নাগাদ মহারাষ্ট্রের আলিবাগের কিছুটা দক্ষিণ দিকে আছড়ে পড়ে নিসর্গ। এর গতিবেগ ছিল ঘন্টায় ১২৫ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে রায়গড় জেলা। জেলাশাসক নিধি চৌধুরীর কথায়, ‘আলিবাগের উমতে গ্রামে বিদ্যুতের খুঁটি পড়ে ৫৮ বছর বয়সী এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। জেলা থেকে আর কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’ তবে গোটা জেলায় ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে বলে দাবি করেন তিনি।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023