
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । আগামী ৮ তারিখের মধ্যে তার আরো শক্তি বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ।এরপর তা পরিণত হবে নিম্নচাপে ।
৯ তারিখ আরও শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর ধীরে ধীরে এর অভিমুখ হবে উত্তর দিকে । মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ।
বছরের প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন ।আর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর এর নাম হবে মোকা ।
ঘূর্ণিঝড় মোকার জেরে ৪টে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে । আইএমডি-র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তামিলনাডুতে ।
ঘূর্ণিঝড় নিয়ে লালবাজারের তরফ থেকে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে । সকাল সাতটার পর থেকে সারাদিন খোলা থাকবে কন্ট্রোল রুম । সাধারণ মানুষ ৯৪৩২৬১০৪৫০(হোওয়াটস্যাপ), ২২১৪১৮৯০, ২২৫০৫০৩৩ , ২২৫০৫০৪৪, ২২৫০৫১৪৬ হেল্পলাইন নম্বরে কোন সমস্যার জন্য ফোন করতে পারেন ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023