
নিউজটাইম ওয়েবডেস্ক : গৌতম আদানিকে ডোবানো মুশকিলই নয় নামুমকিন। গতকাল সকাল থেকে অন্তৎ এমন সংলাপে ছয়লাপ সামাজিক মাধ্যম। যে আদানির ভরা ডুবি হবে বলে রব উঠেছিল, সেই আদানিই ধীরে ধীরে বিপদ কাটিয়ে উঠে দাঁড়াচ্ছে। বুধবার সকালের শেয়ার মার্কেটের সূচক অন্তত তাই-ই বলছে। গতকাল সকাল ১১টায় শেয়ার মার্কেটের মাথায়, সব নাম ছাড়িয়ে চকচক করতে দেখা গেল আদানি এন্টারপ্রাইজের নাম।
প্রসঙ্গত আমেরিকার শেয়ারের রিপোর্ট সংক্রান্ত সংস্থা হিন্ডেনবার্গ আদানি কে নিয়ে রিসার্চের রিপোর্ট সামনে আনার পরেই ধ্বস নামে আদানির সাম্রাজ্যে। শেয়ার বাজার থেকে আদানির ১.৪৪ লক্ষ কোটি টাকা নিমেষেই ডুবে গিয়েছিল। কিন্তু সেই ডুবতে বসা জাহাজকেই টেনে তুলল আদানি। রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই সাড়ে ৩ হাজার টাকা থেকে ১১০০ টাকায় নেমেছিল শেয়ারের দাম। সেই শেয়ারের দামই ২০০০ টাকায় ফিরে এলো। আর শেয়ারের দাম বাড়তেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদানি। ব্যাঙ্কিং গোষ্ঠীর কাছ থেকে যে অর্থ ঋণ নিয়েছিলেন তিনি সেই টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলেন সময়ের আগেই। ৪ হাজার কোটি টাকারও বেশি ঋণ রয়েছে আদানির কাঁধে। তাই তড়িঘড়ি সেই অর্থ ফিরিয়ে দিতে চলেছে আদানি। সামাজিক মাধ্যম এই নিয়ে উৎসাহিত। আদানির অনুরাগীরা বলছেন, এই হল রাজার মতো ফিরে আসা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023