নিউজটাইম ওয়েবডেস্ক :
।। সন্দীপ সুর ।।
সাত গোলের শোক কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারাল রেড ডেভিলসরা। লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া দলে কোনও পরিবর্তন আনেননি এরিক টো হাগ। ক্যাসিমেরো র্যাশফোর্ডরা বোঝালেন লিভারপুল ম্যাচ একটা অঘটনের রাত।
স্প্যানিশ দলটির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল জার্সিধারীরা। ৬ মিনিটেই র্যাশফোর্ড গোলের দরজা খুললেন। তবে প্রথমার্ধে পেরেজ বেটিসকে সমতায় ফেরালেন। দ্বিতীয়ার্ধে শুধুই রেড ডেভিলসদের দাপট। অ্যান্টোনি, ব্রুনো ফার্নান্ডেজ, ওয়েগহোস্ট গোল করে ম্যান ইউকে মসৃণ জয় এনে দিলেন। ৩ গোলের লিড নিয়ে দ্বিতীয় পর্বের ম্যাচে স্পেনে খেলতে যাবে এরিক টেন হাগের দল।
Latest posts by news_time
(see all)