ঘর তছনছ, রহস্য মৃত্যু, উদ্ধার দেহ

The dead man's body. Focus on hand

নিউজটাইম ওয়েবডেস্ক : রহস্য মৃত্যু বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গোবরডাঙ্গা থানার  সমাদ্দার পাড়া এলাকায়।মৃত বৃদ্ধার নাম পুষ্প আচার্য ।জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে বৃদ্ধার স্বামী মারা গিয়েছে । এক মাত্র মেয়ে মানসিক রোগে ভুগছে ।তার অন্যত্র চিকিৎসা চলছে। এই বাড়িতে বৃদ্ধার দেওরেরা এবং তাঁদের পরিবারের সদস্যরা থাকেন। তবে একদম আলাদা ঘরে আলাদাভাবে একাই থাকতেন বৃদ্ধা । স্বামী সরকারী চাকরী করতেন তাঁর পেনশনের টাকাতেই চলতো সংসার ।বৃদ্ধাকে দেখভালের জন্য এলাকারই একজন কাজের মহিলা ছিল।

গত দু ‘ তিনদিন ধরে বৃদ্ধা ঘরের দরজা বন্ধ দেখায় পরিচারিকাও ফিরে চলে গিয়েছিল। সোমবার রাতে সন্দেহ হওয়াতে গোবরডাঙা থানায় খবর দেওয়া হয়। ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় ঘরের মধ্যে সব কিছু লন্ডভন্ড – রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা পরে রয়েছে ঘরের মেঝেতে। বৃদ্ধার ঘরের পেছনের দিকের দরজা খোলা রয়েছে। বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন – ঘরের মেঝেতে রয়েছে রক্তের দাগ। দেহ পচন ধরতে শুরু করেছিল। যদিও এই ঘটনায় কিছুই বলতে রাজি হননি পরিবারের সদস্যরা। তবে ইতিমধ্যে মৃতার পরিবারের পক্ষ থেকে একটি খুনের মামলা রুজু হয়েছে গোবরডাঙ্গা থানায় । আজ মৃতদেহের ময়না তদন্ত হবে বারাসত জেলা হাসপাতালে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube