
।। স্বর্ণালী মান্না ।।
সুদানে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ঘরের বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করলো ।ইতিমধ্যে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীদের মধ্যে সংঘর্ষের জেরে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে ।
শনিবার সকাল থেকে খারতুমের বিভিন্ন অঞ্চলে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে । জেনেরাল আব্দেল ফাতেহ ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে থাকা সুদানের সেনাবাহিনী ও লেফটিন্যান্ট জেনেরাল মহম্মদ হামদানের নেতৃত্বে থাকা আধা সামরিক বাহিনীদের (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) মধ্যে বেশ কয়েকদিন ধরেই চাপানউতর চলছিল । পরিস্থিতি যাতে খারাপের দিকে না এগোয় তার জন্য তৎপর ছিল রাষ্ট্রসংঘও । তবে শেষ রক্ষা আর হল না ।
দু’পক্ষ একে অপরের দিকে সংঘর্ষের দায় ঠেলতেই ব্যস্ত ।অভ্যুত্থানের ১৮ মাস পর সেনাবাহিনি প্রতিশ্রুতি দিয়েছিল অসামরিক সরকারের হাতে নিয়ন্ত্রন তুলে দেওয়ার । তবে দু’পক্ষের মধ্যে সমস্যার জেরে তা ব্যহত হতে থাকে । বিগত কয়েক মাস ধরে দু’পক্ষের সেনাধ্যক্ষের মধ্যে তর্কবিতর্ক চলতেই থাকে ।
শনিবারের পরিস্থিতির পর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে বিমান পরিষেবাও ।একটি ট্যুইটের মাধ্যমে ভারতীয় দূতাবাস নাগরিকদের সব রকমের সতর্কতা অবলম্বন করতে বলেছে । সবাইকে শান্ত থাকার বার্তা দিয়ে বাড়ির বাইরে বেরনোয় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023