
নিউজটাইম ওয়েবডেস্ক : জাফরাবাদে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত শাহরুখকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল।পুলিশের দিকে বন্দুক তাক করেছিল শাহরুখ। উত্তরপ্রদেশের বরেলি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। হিংসার সময় উত্তর-পূর্ব দিল্লিতে ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে শাহরুখের বিরুদ্ধে।
সিসিটিভি তে ধরা পড়েছে, ২৪ ফেব্রুয়ারি একা পুলিশকর্মীর সাথে হাতাহাতিতে জড়ায় এই যুবক। এরপর শতাধিক মানুষের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে ও কয়েক রাউন্ড গুলি চালায় এক পুলিশকর্মীর মুখের দিকে বন্দুক তাক করতে দেখা গিয়েছে এই যুবককে। গত সপ্তাহ থেকে, শাহরুখের খোঁজ চলছিল। নাগরিকত্ব আইন নিয়ে গত সপ্তাহে হিংসার আগুনে জ্বলে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। রাস্তার ধারে দাঁড়ানো গাড়ি, বাইক, স্কুটি নির্বিচারে ভাঙচুর চালানো হয়৷ ভাঙাচোরা গাড়ি, বাইক, সাইকেল একত্রিত করে জ্যারিকেন থেকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের সামনেই৷ এ সবের মাঝেই হঠাৎ ই হাজির হয় শাহরুখ। কখনও লক্ষ্য পুলিশ, কখনও বা শূন্যে। ক্রমাগত দিয়ে চলে হুমকি। এই সময়েই রাস্তার ডিভাইডার টপকে তাকে গ্রেপ্তার করতে এগিয়ে আসেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতনলাল৷ মুহূর্তের মধ্যেই রতনলালকে লক্ষ করে গুলি চালায় শাহরুখ৷ সেই গুলিতে তাঁর মৃত্যু হয়৷ এরপর তিনি পলাতক ছিলেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022