
নিউজটাইম ওয়েবডেস্ক : জাল নোটের বিনিময়ে প্রত্নতাত্ত্বিক সামগ্রী কিনতে গিয়ে গ্রেফতার ১২ জন। উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের জাল নোট। যা ঘিরে ডুয়ার্সে চাঞ্চল্য।
শনিবার বিকেলে পুলিশের কাছে খবর আসে যে, বিপুল পরিমান জাল নোট নিয়ে একটি ইনোভা গাড়ি চড়ে বেশ কয়েকজন জাল নোট কারবারি ফালাকাটা দিয়ে পার হবে। শুরু হয় নাকা চেকিং। জলদাপাড়ার কাছে কুঞ্জনগড় এলাকায় নির্দিষ্ট নম্বরের ইনোভা গাড়িটি দেখতে পায় পুলিশ। গাড়িতে সাত জন ছিল। চেকিং শুরু করতেই পুলিশের চক্ষু চড়কগাছ। দেখা যায়, ব্যাগের ভেতর রয়েছে প্রচুর ২০০০ টাকার নোটের বান্ডিল। যা বাজেয়াপ্ত করা হয়। ঘটনার খবর পেয়েই ফালাকাটা থানায় চলে আসেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাদের বয়ানের ভিত্তিতে জাল নোট কারবার চক্রের সঙ্গে যুক্ত আরও ৫ জনকে একটি হোটেল থেকে গ্রেফথার করা হয়। ফলে গ্রেফতার বেড়ে দাড়ায় ১২। পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ‘নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আমরা এদের জাল নোট সমেত গ্রেফতার করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি কসবা এলাকায় রয়্যাল এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে এরা জড়িত। প্রত্নতাত্ত্বিক সামগ্রী কিনতে এই এলাকায় এসেছিল এরা। এদের মধ্যে ৫ জন তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022