
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুজিত মণ্ডল ।।
অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারী গ্রেপ্তার হওয়ার পরেই রীতিমতো চাঞ্চল্য বীরভূম জেলা জুড়ে।গতকাল দিল্লিতে ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি দপ্তরে টানা ১১ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসা করার পর মণীশ কোঠারি কে গ্রেফতার করেছে ইডি। এই মণীশ কোঠারি ২০১৭ সালে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষকের দায়িত্ব ভার নেয়। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষার পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, বিদ্যুৎ বরণ গায়েন, ছবি মন্ডল এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিট সহ বিভিন্ন ব্যবসায়ীদের হিসাব রক্ষক হিসাবে কাজ করে আসছেন। অনুব্রত র হিসাব রক্ষক এর পরিচয় পাওয়ার পরে থেকেই মণীশ কোঠারির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকে। সম্পত্তি ও বাড়তে থাকে মণীশ কোঠারির, দিনের পর দিন। অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষার পাশাপাশি প্রচুর কাঁচা টাকার বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন মণীশ কোঠারি বলে জানা গেছে। আরেকটি চাঞ্চলকর তথ্য পাওয়া গেল মণীশ কোঠারি ইডি সম্বন্ধে।মণীশ কোঠারি র নামে বোলপুরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জমির সন্ধানও মিলেছে। এছাড়াও স্ত্রী নিলম কোঠারি র নামেও বেশ কিছু সম্পত্তিও পেয়েছে সিবিআই ইতিমধ্যেই। গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত আব্দুল লতিফের ও হিসাব রক্ষার কাজ করত এই মণীশ কোঠারি। ইতিমধ্যেই সিবিআই মণীশ কোঠারি কে বোলপুরের তার অফিসে ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। সেখানে প্রচুর তথ্য, প্রচুর জমির দলিল ও পেয়েছিল সিবিআই।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023