
।। স্বর্ণালী মান্না ।।
আজ ইসলামাবাদ কোর্টের বাইরে গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ।একটি মামলার শুনানির জন্য তিনি ইসলামাবাদ আদালতে যান ।সেখানেই ৭০ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটারকে আটক করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ।
এই প্রসঙ্গে ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ অভিযোগ জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের ভিতর থেকে ধরে আনা হয় । এর পাশাপাশি তাঁরা অভিযোগ করে যে পুলিশ আদালতের ভিতর ঢুকে ভাঙচুর চালায় ।
পাকিস্তানের ইন্টিরিয়ার মন্ত্রী, রানা সানাউল্লা একটি টুইটে জানিয়েছেন ইমরান খানকে তোশাখানা মামলায় গ্রেফতার করা হয়েছে ।বারবার তলব করা সত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী হাজিরা এড়িয়ে গেছেন । যদিও পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের পক্ষ থেকে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন ।সুত্রের খবর, ইমরান খানকে কাদির ট্রাস্ট কেস সহ আরও একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023