গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে সংঘর্ষে মৃত কানপুরের ডন বিকাশ দুবে

নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দির থেকে গ্রেফতারের পর কানপুরে নিয়ে আসা হচ্ছিল কুখ্যাত আসামী বিকাশ দুবেকে। সেই পথেই পালাবার চেষ্টায় পুলিশের সাথে সংঘর্ষে মৃত্যু হল এই দুস্কৃতির। তবে এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পুলিশ সুত্রে জানা ‌যাচ্ছে, পুলিশের গাড়ি দুর্ঘঠনার মুখে পড়তেই, সেখান থেকে পালাবার চেষ্টা করে বিকাশ। এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্রও ছিনিয়ে নেয় সে। এই অবস্থায় আত্মসমর্পন করতে বললে, পুলিশ কর্মীর দিকে তাগ করে গুলি চালায় বিকাশ। এর ফলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

কানপুর পশ্চিমের পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই কুখ্যাত ডন পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালাতে শুরু করায়, বাধ্য হয়ে গুলি চালাতে হয় পুলিশকে। পুলিশের গুলিতে গুরুতর আহত হয় বিকাশ, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৪ পুলিশ কর্মীও।

প্রসঙ্গত, গত সপ্তাহে কানপুরের বিকারু গ্রামে বিকাশ দুবেকে গ্রেফতার করতে গিয়ে মৃত্যু হয় এক ডিএসপি সহ আট পুলিশ কর্মী। সেই সংঘর্ষের পরই ফেরার হন ডন। এরপর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনি মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়। এখান থেকে কানপুর নিয়ে আসার পরই ঘটে এই ঘটনা।

বিকাশ দুবের গ্রেফতারির পর বেশ কিছু প্রশ্ন উঠেছিল। এবার এই ঘটনার পরও বিরেধীরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশ সরকারের ওপর। কনভয়ের মধ্যে বিকাশের গাড়ির দুর্ঘঠনা হল কিভাবে? বিকাশ বন্দুক ছিনিয়ে নিলেন কিভাবে। তবে কি তাঁর হাতে হাতকড়া ছিলনা? সমাজবাদী পার্টি সুপ্রিমো এই বিষয়ে ট্যুইট করেছেন, বিকাশের গাড়ি না উল্টোলে ইউপির সরকার উল্টে ‌যেত। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ জানান, বিকাশ দুবের সাথে ‌যুক্ত ‌যে সমস্ত রাজনৈতিক নেতা, এবং পুলিশ কর্মী ‌যুক্ত ছিল তা আর জানা ‌যাবেনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube