গ্রামবাসীদের চাঁদাতে রাস্তা মেরামত, মানতে নারাজ পঞ্চায়েত প্রধান!

নন্দীগ্রামের দাউদপুর আট নম্বর অঞ্চলের নয়নান ও সইফুল্লাচকের একটি রাস্তা প্রায় ৭-৮ বছর বেহাল বলে দাবি গ্রামবাসীদের ।গ্রামবাসীদের অভিযোগ বারবার মেম্বার ও প্রধানকে জানানোর পরও রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি পঞ্চায়েতের তরফ থেকে ।

যদিও লিখিত ভাবে কোনও অভিযোগ জানান না হলেও, অভিযোগ জানানো হয়েছিল মৌখিক ভাবে । অকপটে সে কথা স্বীকারও করেছেন গ্রামবাসীরা ।বর্ষা আসলেই বেহাল হয় ওই রাস্তা । তাই সংরক্ষণের জন্যে নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারানোর কাজে লেগে পড়লেন স্থানীয় বাসিন্দারা ।

এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান, শামসুল ইসলাম গ্রামবাসীদের দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন । এর পাশাপাশি, তিনি জানিয়েছেন মোট ৩টি রাস্তা মেরামতের কাজ চলছে । আগে একটি হয়ে গেছে, এখন একটি রাস্তার কাজ চলছে । পরে আরও একটি রাস্তা মেরামত করা হবে, বলে তিনি জানান ।

তিনি আরও জানান, যেহেতু কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ হয়েছে তাই অসুবিধায় পড়ছে পঞ্চায়েত গুলি । এই প্রসঙ্গে, গ্রামবাসীরা কেন্দ্রের টাকা না আসার তত্ব শুনতে নারাজ । তারা বলেন, কেন্দ্র সম্প্রতি টাকা বন্ধ করেছে । অথচ রাস্তা তার আগে থেকেই বেহাল অবস্থায় রয়েছে । বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তা ঠিক করার কাজে লেগে পড়েছেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube