
নিউজটাইম ওয়েবডেস্ক : হঠাৎ করে বাড়ির মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ভয়াবহ এই বিস্ফোরনে একসাথে ভস্মীভূত হয়ে গেল পরপর তিনটি বাড়ি। এই ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আগুন নিয়ন্ত্রনে আনতে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
রবিবার রাতে মালদহের গাজোল থানার শিক্ষক পল্লী এলাকায় ঘটেছে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। যদিও এখনও পর্যন্ত কোন হতাতহের খবর মেলেনি, তবে তিনটি বাড়িতেই এমনভাবে আগুন লেগেছে যে মাথায় হাত পডেছে পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় শিক্ষক পল্লী এলাকায় হঠাৎ করে শ্রীধাম টিকাদার নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হওয়ায় আগুন লেগে যায়। কিছুক্ষনের মধ্যেই সেই আগুন আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই আগুন নেভানোর কাজে তৎপর হন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রনে না আসায় ঘটনাস্থলে পৌঁছে দমকল একটি ইঞ্জিন। এর পরেই নিয়ন্ত্রনে আসে আগুন।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023