
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুমন মজুমদার ।।
আজ থেকে শুরু হল নদীয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে আজ ১০ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলবে এই কুম্ভ মেলা। মোট ১৩টি আখড়া ও ৪টি সম্প্রদায় যুক্ত রয়েছে এই মেলায়।১৩ই ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়। উদ্যোক্তাদের দাবী, কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু সন্ন্যাসীদের সমাগম হবে। সনাতন ধর্মের পরম্পরা অনুসরণ করে এই কুম্ভ মেলায় শাহি স্নান, বিশ্ব শান্তি যজ্ঞ, গঙ্গা আরতি ধর্মসভা বিভিন্ন অনুষ্ঠান হবে এই পাঁচ দিন ধরে। সকাল থেকেই ভিড় রয়েছে দর্শনার্থীদের।সব মিলিয়ে জমজমাট কল্যাণীর কুম্ভ মেলায় লক্ষাধিক মানুষের ভিড় হবে আশা করছেন আয়োজকরা।বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023