
গোসাবা : ফের নদী বাধে ধস । দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে পাখিরালয় গ্রামে নদী বাঁধে বিশাল ধস নেমেছে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ।
এখনও পর্যন্ত সেভাবে কোনও বিপত্তির খবর পাওয়া যায়নি ।তবে সামনেই পূর্ণিমার ভরা কোটাল । ফলে বাঁধ মেরামতি না করলে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।
ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ীরা । এলাকায় কুড়িটির বেশি হোটেল রয়েছে । তাই ক্ষতির আশঙ্কাও অনেকটাই বেশি বলে মনে করছেন ব্যবসায়ীরা । যে কোন মুহূর্তে সব ভেঙে তলিয়ে যেতে পারে নদী গর্ভে । ফলে ধাক্কা খেতে পারে পর্যটন ব্যবসা ।
এই এলাকায় রয়েছে ১০০ টিরও বেশি বাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা, সামনে পূর্ণিমার ভরা কোটাল নদী বাঁধ ভাঙ্গার আশঙ্কা।সেচ দপ্তরের তরফ থেকে বস্তা ইট দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চলছে।
- জীবনের দ্বিতীয় ইনিংসে লক্ষ্মণ শেঠ - June 1, 2023
- অফিস পাড়ায় ভয়াবহ আগুন - June 1, 2023
- কুস্তিগিরদের সমর্থনে মমতা - May 31, 2023