
।। প্রসেনজিৎ সাহা ।।
গোসাবার লাহিরিপুরে দুই তৃনমূল কর্মীকে মারধোর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার করে শাসকদের গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ বিজেপি নেতার।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের লাহিরিপুরে শুক্রবার রাতে অচিন্ত সরকার ও সুশান্ত সরকার কে বেধড়ক মারধোর করার অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে।পাশাপাশি অচিন্ত সরকারের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি রতন মন্ডল ও রঞ্জন মন্ডল ও বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
যদিও জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সন্দ্বীপ মৃধা বলেন এটা শাসকদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।অভিযুক্তরা বিজেপির লোক নয় এরা সবাই তৃনমূল করে।এখানে স্থানীয় বিধায়ক ও জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডলের লোকেদের মধ্যে বিবাদ।নিজেদের দোষ ঢাকতে বিজেপির কথা বলছে,বিজেপি হিংসার রাজনীতি করেনা।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023