
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০,০০০ ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যার দৈনিক বৃদ্ধির নিরিখেও প্রায় প্রতিদিন নয়া রেকর্ড তৈরি হচ্ছে। স্বভাবতই দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
বৃহস্পতিবার আইসিএমআরের তরফে বলা হয়েছে, ‘ভারত গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে নেই। আমাদের নমুনা পরীক্ষা এবং সংস্পর্শে আসা লোকদের খুঁজে যেতে পারে, উপযুক্ত নজরদারি বজায় রাখতে হবে, কনটেনমেন্ট কৌশল রূপায়ণ করতে হবে। কোনওভাবেই রাশ আলগা করা যাবে না।’ যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রামিতের নিরিখে ব্রিটেনের আরও কাছে এল ভারত। যে ব্রিটেন বিশ্বের সর্বাধিক করোনা প্রভাবিত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯। যা ব্রিটেনের থেকে মাত্র কয়েক হাজার কম। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী ব্রিটেনে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯১,৫৮৮।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022