
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে জুলাই মাসের শেষে সাড়ে পাঁচ লক্ষ করোনা আক্রান্ত হতে পারেন, মঙ্গলবার এই পূর্বাভাস করলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকের পর এই কথা বলেন তিনি। তবে দিল্লিতে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সিসোদিয়া।
অপরদিকে দিল্লিতে করোনা ভাইরাসের কোনও গোষ্ঠী সংক্রমণ নেই, বৈঠকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা, জানালেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লিতে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বর্তমানে দেশের রাজধানীতে ২৯,০০০ এরও বেশি মানুষ ওই মারণ রোগে আক্রান্ত। সেখানে ৮৭৪ জন মারা গেছেন ওই রোগে ভুগে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে এই সংক্রমণ দ্বিগুণ হারে বাড়তে পারে, আর তা যদি হয় তবে দিল্লিতে আগামী দুই সপ্তাহের মধ্যেই কমপক্ষে ৫৬,০০০ মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে মনে হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে মঙ্গলবারই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল। মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা তখনই গোষ্ঠী সংক্রমণ বলতে পারি যখন করোনা ভাইরাসে আক্রান্ত লোকজন বলতে পারেন না যে তাঁরা কীভাবে সংক্রমিত হয়েছেন। এমন অনেকগুলি ঘটনাই রয়েছে। দিল্লির ৫০ শতাংশ ক্ষেত্রে সংক্রমণের উৎস জানা যায়নি”। যখন ঠিক কোথা থেকে মানুষ আক্রান্ত হচ্ছেন তা বোঝা যায় না, অর্থাৎ উৎসের সন্ধান পাওয়া যায় না, তখনই তাকে করোনা মহামারীর তৃতীয় পর্যায় বা গোষ্ঠী সংক্রমণ হিসাবে আখ্যা দেওয়া হয়। দিল্লিতেও গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, এবিষয়ে নিশ্চিত করে বলতে পারে কেন্দ্রীয় সরকারই। স্বাস্থ্যমন্ত্রীর এই কথার কয়েকঘণ্টার মধ্যেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানালেন যে, কেন্দ্রীয় প্রতিনিধিদলের আধিকারিকরা জানিয়েছেন যে, রাজধানীতে এখনও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। এদিকে সোমবার থেকেই জ্বর ও গলা ব্যথা হওয়ায় অসুস্থ বোধ করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা গেছে, আপাতত তাই নিজেই স্বেচ্ছা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন আপ প্রধান। আজ (মঙ্গলবার) তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের টেস্টের জন্যে পাঠানো হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022