
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। গৌতম রায় ।।
বিতর্ক তৈরি করার জন্য চড়া মাশুল দিতে হল চেতন শর্মাকে। জাতীয় নির্বাচক প্রধানের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন। বৃহস্পতিবার রাতেই বোর্ডের নির্দেশ চলে এসেছিল, পদত্যাগ করতে হবে। শুক্রবার সকালেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বিতর্কিত মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যেই সরে যেতে হল দায়িত্ব থেকে। বিসিসিআইয়ের একটি সূত্রের মন্তব্য, পদত্যাগ করতেই হত চেতনকে। বৃহস্পতিবারও তিনি ইডেনে রঞ্জি ফাইনালে উপস্থিত ছিলেন। কিন্তু শুক্রবার সকালেই কলকাতা ছেড়ে চলে যান। নভেম্বরে বিসিসিআই পুরনো নির্বাচক কমিটিকে বাতিল করলেও জানুয়ারিতে চেতনকে ফের নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক মাসের মধেই সেই পদ হারালেন। প্রসঙ্গত গোপন ক্যামেরার সামনে কোহলি, রোহিত, হার্দিক, সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্যদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন চেতন। অনেক গোপন কথাও তিনি ফাঁস করে দেন। সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়রাও জাতীয় নির্বাচক ছিলেন। তাঁরাও গোটা ঘটনায় দুঃখিত। বলছেন, ভারতীয় ক্রিকেটের দুর্ভাগ্যজনক ঘটনা ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023