
নিউজটাইম ওয়েবডেস্ক : নিম্নমানের চিকিৎসা পরিষেবার অভিযোগে শ্রীনগরের একটি হাসপাতালে শুরু হয়েছিল বিক্ষোভ। তা ক্রমেই হিংসাত্মক রূপ নেয়। তার জেরে কোয়ারেন্টাইনে থাকা অত্যন্ত ২৬ জন হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। রোগীদের পরিবারের লোকের তাণ্ডবে শনিবার রণক্ষেত্রে পরিণত হল শ্রীনগরের সরকারি হাসপাতাল।
অভিযোগ, শনিবার শ্রীনগরের সরকারি পরিচালিত জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের আসবাবপত্র ও কাঁচ ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। তাতে যোগ দেয় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা তাঁদের আত্মীয়রা। এই ২৬ জন করোনা পজিটিভ কি না, তার জন্য রিপোর্টের অপেক্ষা করতে হবে। কিন্তু, তাঁদের মধ্যে কয়েক জনও যদি কোভিড-১৯ পজিটিভ হয়ে থাকে, তা হলে করোনার সংক্রমণ যে ভূস্বর্গে ভয়াবহ রূপ নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু ওই ২৬ জন বা তাঁদের পরিবার নয়, কাশ্মীরে গণহারে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়াবে। শ্রীনগরের ডেপুটি কমিশনার ইকবাল চৌধুরী অবশ্য জানিয়য়েছেন, যাঁরা কোয়ারেন্টাইন ভেঙে পালিয়েছিলেন, তাঁদের দ্রুত চিহ্নিত করা হয়েছে। পুলিশের সাহায্যে তাঁদের হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে অসুবিধার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি এক চিকিৎসককে সাসপেন্ড ও করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022