
নিউজটাইম ওয়েবডেস্ক : বেড়েই চলেছে মৃত্যুমিছিল। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ২৩৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ছা়ড়িয়েছে ১৩ হাজার। চিনের উহান প্রদেশের থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯। গোটা বিশ্বে যা মহামারির আকার নিয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রায় ১৮৮টি দেশ। ইতালির অবস্থা সবচেয়ে করুণ। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৭৯৩। ঠেকানো যাচ্ছেনা মৃত্যুমিছিল,বরং বাড়ছে তা। এই নিয়ে ত্রস্ত ইতালি সরকার। ইউরোপের এই দেশটির ভয়াবহ অবস্থা দেখে, আতঙ্কিত বিশ্বের বাকি দেশ ওকরোনা-বিধ্বস্ত ইতালিতে মৃত্যু হয়েছে পাঁচ জন চিকিৎসকের । গত ২৪ ঘণ্টায় সেখানে ফের মৃত্যুর নয়া সংখ্যা ৬২৭। করোনা প্রকোপের মধ্যে এই প্রথম এক দিনে মৃত্যু এত হল। কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন অন্তত ২৬২৯ স্বাস্থ্যকর্মী। তাঁদের নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এমনিতেই ইটালিতে মৃতের সংখ্যা টেক্কা দিয়েছে চিনকে। এখন তাই দেশের প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে বলেছেন, কোয়রানটিনের নির্ধারিত মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022