গেহলট-পাইলট সন্ধি, রাজস্থানে আস্থাভোটে জিতে স্বস্তিতে কংগ্রেস

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার দুই হাত এক হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই আঁচ পাওয়া গেছিল ভবিষ্যতের। শুক্রবার প্রকাশ্যে এল সম্পূর্ণ চিত্র। সমস্ত বিবাদ মিটিয়ে অশোক গেহলটের সঙ্গে হাত মেলালেন বিরেধী নেতা সচিন পাইলট। শুক্রবার রাজস্থান বিধানসভা আস্থাভোটে বিজেপিকে কা‌র্যত ক্লীন বোল্ড করে দিল কংগ্রেস।

শুক্রবার বিধানসভার আস্থাভোটে ২০০ আসনের মধ্যে ১২৫ বিধায়কের সমর্থন পায় কংগ্রেস। ধ্বনি ভোটে জয়লাভ করে কংগ্রেস। শুক্রবার বিধানসভা অধিবেশন শুরুর আগেই অশোক গেহলট ট্যুইট করেন “সত্যমেব জয়তে”।

প্রসঙ্গত, গত সোমবার হাইকমান্ডের হস্তক্ষেপে শান্তি চুক্তি হয় দুই নেতার মধ্যে। তবে অনেকের মত ‌যে মতভেদ এখনও আছে। এই বিষয়ে একটি তী‌র্যক মন্তব্যও করেন অশেক গেহলট। তিনি বলেন, গনতন্ত্রের প্র‌য়োজনে অনেক সময় ফরগিভ অ্যান্ড ফরগেট পন্থা নিতে হয়। আস্থা ভোটের পর চওড়া হাসি ফিরল কংগ্রেস শিবিরেও।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube