
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
গতকাল অর্থাৎ শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হল অরিজিৎ সিং এর কনসার্ট। আর সেই মঞ্চ থেকেই তাঁকে নিয়ে হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক। প্রসঙ্গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দু লাইন গান গাইতে বললে তিনি, ‘রং দে তু মোহে গেরুয়া’ গান।সেই গান থেকেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের অনেকে মনে করেন, মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ গেয়ে অরিজিৎ বিজেপির পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন এবং মমতা সরকারের বিরোধীতা করেছেন। সামাজিক মাধ্যম ছয়লাপ হতে থাকে সেই ভিডিওতে। শুরু হয় মিম, কটাক্ষ।অরিজিতের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ইকোপার্ক’এ কিন্তু সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় ইকোপার্ক কর্তৃপক্ষের তরফে।আচমকা এই অনুষ্ঠান বাতিল হওয়াকে, গেরুয়া গাওয়ার কোপ হিসেবেও ধরে নেন অনেকে।সেই সময় মুখ খোলেননি অরিজিৎ, উত্তর দিলেন গতকাল। গতকাল অনুষ্ঠানেও অরিজিৎ ‘রং দে তু মোহে গেরুয়া’ গান। গাওয়ার আগে বলেন, “আরে এই গানতা নিয়ে খামোখা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দ তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তাহলে কী এত বিতর্ক হত?” উল্লেখ্য গতকালের অনুষ্ঠানে অরিজিৎ মাথায় গেরুয়া রঙের কাপড় বেঁধেছিলেন।অল্প কথায় বুঝিয়ে দিলেন তিনি রাজনৈতিক ইঙ্গিত দেননি ‘গেরুয়া’ গান গেয়ে। বুঝিয়ে দিলেন তিনি নির্বিবাদী।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023