গৃহিত হলনা ইস্তফাপত্র, জ্যোতিরাদিত্যকে বহিষ্কার কংগ্রেসের

নিউজটাইম ওয়েবডেস্ক : ইস্তফাপত্র গ্রহন না করে সরাসরি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কার করল কংগ্রেস। মঙ্গলবার দুপুর ১২-টার দিকে দল ছাড়তে চেয়ে নিজের ইস্তফাপত্র  সনিয়া গান্ধীর  কাছে পাঠান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই ইস্তফাপত্র পাঠানোর কয়েক মিনিটের মধ্যেই এক বিবৃতি  কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল   জানান দল বিরোধী কা‌র্যকলাপের জেরে বহিষ্কার করা তাঁকে।    

এদিন ইস্তফাপত্র পাঠানোর পূর্বে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সিন্ধিয়া।  দলে থকে সাধারণ মানুষের জন্য ভালো কাজ করতে পারছেননা বলেও এদিন সনিয়ে গান্ধির কাছে পাঠানো ইস্তফাপত্রে দাবি করেন তিনি। ইস্তফাপত্রে তিনি আরও লেখেন, দীর্ঘ ১৮ বছর ধরে কংগ্রেসে রয়েছেন তিনি। দলের সমস্ত দায়িত্ব একজ একনিষ্ঠ কর্মী হিসাবে পালন করে এসেছেন। কিন্তু এখন সময় হয়েছে কংগ্রেস ছাড়ার। তবে দল ছেড়ে নতুন করে ভাবার ইঙ্গিতও এদিন দেন তিনি।

প্রসঙ্গত, আজ সকালে মোদি ও শাহের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী বাসভবনে  পৌঁছান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সাক্ষাতের পর সমিয়া গান্ধির কাছে ইস্তফাপত্র পাঠাতেই তাঁর বিজেপিতে ‌যোগদান করার বিষয়টি স্পষ্ট হয়।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube