Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

গুরুতর অসুস্থ ইরফান খান, আইসিইউ-তে রয়েছেন অভিনেতা

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি মাকে হারিয়েছেন তিনি। মাতৃ বিয়োগের শোক কাটতে না কাটতেই ফের গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইরফান খান। ইতিমধ্য়েই তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। এই মুহূর্তে তিনি আইসিইউ-তে রয়েছেন।

২০১৮ সালে নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হন অভিনেতা। পরে তা থেকে শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট রোগ। এই শারীরিক অবস্থার মধ্যেও তিনি ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং চালিয়ে যান। শুটিং শেষেই চিকিৎসার উদ্দেশ্য়ে তাঁকে উড়ে যেতে হয় ব্রিটেনে। তাই ছবির প্রিমিয়ারে তিনি উপস্থিত থাকতে পারেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে ইরফান খান অভিনীত সেই ছবি। বিভিন্ন মহলে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। 

গত শনিবারই জয়পুরে বাড়িতে মা সইদা বেগমের মৃত্যুর পর ভিডিয়োকলেই মায়ের শেষকৃত্যের সাক্ষী থেকেছেন ইরফান খান। তখন তিনি বেশ সুস্থ ছিলেন বলেই জানা যায়। কিন্তু মায়ের মৃত্যুর পর একটা রাত কাটতে না কাটতেই ফের হাসপাতালে ভরতি হতে হল অভিনেতাকে। এখন তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন স্ত্রী সুতপা শিকাদার ও দুই ছেলে বাবিল ও অয়ন। তবে ছিক কী কারনে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন সেবিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্তরা।

 

Inform others ?
Show Buttons
Hide Buttons