
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।
গুটকার দাম নিয়ে বচসার জেরে আগুন লাগিয়ে দেওয়া হল দোকানে।গতকাল গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাগানের মানকুর মোড় সংলগ্ন ৩টি দোকানে।খবর পেয়ে তৎক্ষণাত আগুন নেভাতে ছুটে যান এলাকাবাসী। বাগনান থানা ও উলুবেড়িয়া দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দোকান মালিক ও স্থানীয়দের অভিযোগ, এলাকায় খেলার অনুষ্ঠান চলছিল। সেইসময় গত সন্ধ্যায় এক ক্রেতা একটি গুটকা কিনতে যান দোকানে। দোকানি গুটকার দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ তুলে বচসা হয় উভয়ের মধ্যে। দোকানদারের অভিযোগ, সেই সময় ওই ক্রেতা নাকি তাকে দোকান জ্বালিয়ে দেওয়ারও নাকি হুমকি দিয়ে যায় সে। তারপর গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। যাতে তিনটি দোকান ভস্মীভূত হয়। পুলিশ সূত্রে জানা গেছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে তদন্ত চলছে। তবে নির্দিষ্টভাবে যদি অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে পুলিশ নির্দিষ্টভাবে তদন্ত করবে বলে পুলিশ সূত্রে খবর।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023