
নিউজটাইম ওয়েবডেস্ক : অপেক্ষা শেষ, ভোট গণনার শেষে গুজরাত থাকল মোদীর হাতেই। গেরুয়া শিবিরের সামনে টিকতে পারল না হাত শিবির। উল্লেখযোগ্য ফলাফল করতে পারল না গুজরাত ভোটে। বরং নাটকীয় উত্থান হল ‘আপ’এর। গুজরাতে মোট ১৮২ টি আসনে ১৫৭টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠ হয়েছে বিজেপি। ১৬টি আসন পেয়েছে কংগ্রেস। আপ পেয়েছে ৫টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ৪টি আসন।
বিজেপির জয়ে উচ্ছ্বসিত গুজরাতের জনতা। মোদী সরকারের হাতেই থাকুক গুজরাতের লাগাম এমনই চেয়েছে গুজরাতবাসী। আশানুরূপ ফল করতে না পেরে কংগ্রেসের হাতে শুধুই হতাশা। ১২ শতাংশ ভোট পেয়ে ‘আপ’ নিজের সম্ভাবনা জিইয়ে রাখল মোদী গড়ে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023