গুজরাতে জয়, বাংলায় বাড়তি অক্সিজেন বিজেপির

নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাতে  সকাল থেকে চলছে বিধানসভা ভোটের গণনা।১৫৭টি আসন পেয়ে গুজরাত রইল বিজেপির হাতেই। দিকে দিকে বিজেপির কর্মী সমর্থকেরা মেতে উঠছে উছ্বাসে। কোথাও আকাশ রেঙেছে গেরুয়া আবিরে। কোথাও আবার গুজরাতের ঐতিহ্য ‘গড়বা’ নাচের মাধ্যমে চলছে আনন্দ উল্লাস।বাদ নেই বাংলাও।

বিজয় উৎসবের মেজাজ গেরুয়া আবির খেলায় মাতলো হাবড়ার বিজেপি কর্মী সমর্থকরা, পাশাপাশি বিজেপির পার্টি অফিসের সামনে নিজেদের মধ্যে আবির খেলা এবং লাড্ডু বিতরণ করছেন বিজেপি কর্মীরা। চলছে বিজয় উল্লাসের স্লোগান।  সামনেই এ রাজ্যে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন তাই গুজরাতে বিজেপির এই জয় পশ্চিমবাংলার বিজেপির কাছে বাড়তি অক্সিজেন বলে মনে করছে বিজেপি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube