
নিউজটাইম ওয়েবডেস্ক : স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ডুমুর জলা স্টেডিয়ামের রিংরোডে গাড়ি চালানো শিখছিলেন দুই যুবক। তারা একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন । আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে রাখা বেশ কয়েকটি মোটর বাইকের ওপরে। তাতে বেশ কয়েকটি বাইক দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও পরিস্থিতি বুঝতে পেরে এক বাইক চালক বাইক থেকে নেমে ছুটে পালন এবং প্রাণে বাঁচেন।
তাঁর বাইকটিকেও ধাক্কা মারে সেই প্রাইভেট কার। রাস্তার ধারে থাকা লোহার গার্ড রেলিঙেও ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। এই ঘটনায় যদিও কোনো মানুষের আঘাত লাগেনি, তবে প্রাণে বেঁচেছেন বহু প্রাতঃ ভ্রমণকারীরা। উল্লেখ্য, এই ডুমুরজলা রিং রোডে বহু মানুষ প্রাতঃভ্রমন করতে যান। ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে ওই চালককে ও তার সঙ্গীকে আটক করে থানায় নিয়ে যায়।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023