
নিউজটাইম ওয়েবডেস্ক : এদিন হিঙ্গলগঞ্জে প্রকাশ্য মঞ্চে গাল ফুলিয়ে বসে রইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সমন্বয়ের অভাব, অত্যন্ত ক্ষুব্ধ হলেন তিনি। হিঙ্গলগঞ্জে বনবিবির মন্দিরের উদ্বোধনে গিয়েছেন মুখ্যমন্ত্রী।সামনে পঞ্চায়েত ভোট, উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। সঙ্গে বিতরন করবেন শীতবস্ত্র। কিন্তু সে গুড়ে বালি। মুখ্যমন্ত্রী মঞ্চে পৌঁছালেও, সঠিক সময়ে উপস্থিত হল না শীতবস্ত্র। প্রকাশ্যেই নিজের রাগ প্রকাশ করলেন মমতা।
এদিন তিনি মঞ্চ থেকে বললেন, ‘আমি আসার সময় ১৫ হাজার কম্বল চাদর কিনে এনেছি, এসে দেখছি ভো ভো’। প্রশাসনের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘বিডিও,আইসি,ওসি কাজ না করলে আমি অ্যাকশন নেব’। উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কম্বল যতক্ষন না আসছে আমিও বসছি, আপনারাও বসুন’।এই বলে মঞ্চেই বসে রইলেন ক্ষুব্ধ মমতা।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023