গান-স্লোগান-উলুধ্বনীতে ১০০ দিনে ডিএ আন্দোলন

।। স্বর্ণালী মান্না ।।

বকেয়া ডিএ-র দাবিতে বেশ কয়েকদিন ধরে চলছিল আন্দোলন ।সরকারি কর্মীরা তাদের দাবির কথা সরকারকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা । তাদের হয়ে কথা বলেছে বিরোধী রাজনৈতিক দল । তবে, আজ আদালতের অনুমতিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে ।

কলকাতা হাইকোর্ট অনুমোদিত রুট হাজরা মোড় থেকে হাজরা রোড দিয়ে হরিশ মুখার্জি রোড হয়ে চক্রবেড়িয়া ঘুরে ফের ডান দিকে আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল । শর্ত দেওয়া হয়েছিল, করা যাবে না কোনরকম কুরুচিকর মন্তব্য, এর পাশাপাশি মিছিল হতে হবে শান্তিপূর্ন । শনিবার বকেয়া ডিএর দাবিতে সরগরম হয়ে উঠল কলকাতার রাজপথ ।

কড়া নিরাপত্তায় মোড়া ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, “শান্তিনিকেতন”-এর সামনের রাস্তা ।তবে এরই মধ্যে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলের মধ্যে থেকে উঠল “চোর চোর” স্লোগান । “শান্তিনিকেতন”-এর সামনে আসতেই শুরু হল শঙ্খধ্বনী, উলুধ্বনী, চলল ঘন্টা বাজানো ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube