
নিউজটাইম ওয়েবডেস্ক : অরিজিৎ সিং, দিনের পর দিন তাঁর খ্যাতি আকাশ ছুঁয়ে ফেলছে। বাংলার ছেলে অরিজিৎ, তবু রাজ্যের সীমানা পেরিয়ে সারা ভারতে তাঁর খ্যাতি। এমনকি দেশের বাইরেও তাঁর ভক্ত সংখ্যা অনেক।তাঁর কন্ঠস্বর, গায়কী শ্রোতামনে আলাদা স্থান পেয়েছে। তবে কেবল তাঁর গান নয়, অরিজিতের জীবনবোধ অনুপ্রেরণা দিয়ে চলেছে লাখ লাখ ভক্তদের,
খ্যাতির শীর্ষে থাকা অরিজিৎ যে সাদামাটা জীবনই এখনও লালন করে চলেছেন তা মোটামুটি সকলের জানা।অরিজিৎ জনসমাজে বেরোলেই চারপাশ থেকে ক্যামেরার শাটার খুলে যায়। ভাইরাল হয় রেকর্ড করা মুহূর্তগুলোও। এর আগেও স্ত্রী’কে নিয়ে স্কুটি চালিয়ে ভোট দিতে গিয়েছিল। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। জনপ্রিয়তা পেলে মানুষ শিকড় ভুলে যায়, মাঝেমধ্যে স্মৃতিচারণ করে শুধু, এই সাধারণ দৃশ্য। কিন্তু জিয়াগঞ্জে বড় হওয়া অরিজিৎ এখনও আকড়ে রয়েছে তাঁর শিকড়। এমনকি সেই শিকড়ের সঙ্গেই ধীরে ধীরে মহীরুহ হয়ে উঠছেন তিনি।এবারও অরিজিৎ’এর খুব সাধারণ হয়ে থাকার গল্প ভাইরাল হল সামাজিক মাধ্যমে। সম্প্রতি শ্রীজাত পরিচালিত ‘মানবজমিন’ ছবিটির ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি গেয়েছেন অরিজিৎ।সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এই ছবি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন পরিচালক শ্রীজাত।সেখানেই তিনি আবারও অরিজিতের মানবিক রূপ তুলে ধরেন। গানটি গাওয়ার জন্য প্রথমে অরিজিৎ পরিচালকের থেকে এক টাকাও নিতে চাননি। শ্রীজাত তাঁকে জোর করলে ‘১১ টাকা’ পারিশ্রমিক চান তিনি। কিন্তু শ্রীজাত তাঁকে অনেক বোঝানোর পর গায়ক টাকা নিতে রাজি হন। তবে আবেদন করেন, অরিজিৎ বাচ্চাদের যে স্কুলটি চালান, সেই স্কুলের বাচ্চাদের জামাকাপড়ের জন্য যাতে সেই অর্থ প্রদান করা হয়।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023