গাছের ডালে কোয়ারেন্টাইন ওয়ার্ড, অভিনব উদ্যোগ পুরুলিয়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার গাছের ডালে কোয়ারান্টাইন। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার ভঙ্গিডি গ্রামে। ওই গ্রামে সাত চেন্নাই ফেরত ‌যুবক মঙ্গলবার থেকে একটি গাছের ওপর রয়েছেন। গাছের তলায় তাঁদের খাবার পৌঁছে দিচ্ছেন পরিবারের লোকজন।

ভাঙ্গিডি গ্রামের বিজয় সিং লায়া, বিমল সিং সর্দার, জলধর সিং সর্দার, গনেশ সিং লায়া, শ্রীকান্ত কান্ত সিং লায়া, রঞ্জীত সিং সর্দার, দিনবন্ধু সিং সর্দার – এই সাত জন ফেরেন চেন্নাই থেকে। সেকানে তাঁরা একটি ‌যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন।

রবিবার এই কারখানার পক্ষ থেকে তাঁদের জানানো হয়, দেশ জুড়ে লকডাউনের জেরে বন্ধ করা হচ্ছে কারখানা। ফলে সেই দিনই তাঁরা বাড়ি ফেরার তোড়জোড় করেন। একটি ট্রেনে তাঁরা বরাভূম স্টেশনে পৌঁছন, এবং বলরামপির বাঁশ গড় স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের পরীক্ষা হয়। এবং চিকিৎসক তাঁদের চৌদ্দ দিন আইসোলেশনে থাকতে পরামর্শ দেন।

এরপর তাঁরা ঠিক করেন একেবারে ঐ চৌদ্দ দিন কাটিয়ে ফিরবেন নিজের নিজেএর বাড়িতে। সকলে তাঁদের গ্ররামের প্রান্তে পৌঁছে, পরিবারকে জানান, এবং দড়ি  খাটিয়া ও বাঁশ এর ব্যবস্থা করতে বলেন। এবং সেখানেই একটি বড় গাছে দড়ি দিয়ে শক্ত করে খাটিয়া বেঁধে নিজেদের জন্য অস্থায়ী কোয়ারেন্টাইন ওয়ার্ডের ব্যবস্থা করেন।

তবে নিউজ টাইমের খবরের জেরে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube