
অনেক আগেই বিয়ের খবর বাতাসে ছড়িয়েছে সুগন্ধির মতো । আর এবার সেই খবরেই সিলমোহর । ফের বলিউডে খুশির হাওয়া । আর মাত্র দু’দিন তারপরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই বলিউড তারকা সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী । আগামী ৬ই ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে বিয়ের আসর বসার কথা । জয়সেলমেরে কাছের বন্ধু ও পরিবারের মানুষদের উপস্থিতিতেই বিয়ে সারবেন এই তারকা জুটি । বিয়েতে উপস্থিত থাকবেন মোট ১০০ জন অতিথি এমনটাই সূত্রের খবর ।
অতিথি তালিকায় নাম রয়েছে সস্ত্রীক শাহিদ কাপুরের, থাকছেন করণ জোহর, মণীশ মলহোত্র প্রমুখ। অতিথিদের জন্য সিড-কিয়ারার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় উপহার । এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষীকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023