‘গরীব কল্যান রোজগার অভি‌যান’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে দেশের একেবারে প্রান্তিক মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে। এই লকডাউনের সময়ে দেশের দরিদ্র মানুষের জন্য গরীব কল্যান রোজগার অভি‌যান ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাহা‌য্যে উপার্জনের রাস্তা প্রশস্ত হবে সেই সমস্ত গ্রামীণ মানুষের ‌যারা লকডাউনের জেরে তাঁদের কাজ হারিয়েছেন।

শনিবার বিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভি‌যানের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে সেই সমস্ত পরি‌যায়ী শ্রমিকদের জন্য ‌যারা লকডাউনের জেরে তাদের কাজ হারিয়েছেন এবং নিজেদের রাজ্যে ফিরে এসেছেন। সেই সমস্ত কর্মহীন শ্রমিকরা এই গরীব কল্যান রোজগার অভি‌যান প্রকল্পের সাহা‌য্য পাবে।

১২৫ দিনে ৬টি রাজ্যের ১১৬টি জেলা জুড়ে এই প্রকল্পের কাজ চলবে। এই প্রকল্পে বিশেষ ভাবে পরিকল্পিত ২৫ টি কর্মদ্যোগের সাহা‌য্যে কর্মক্ষেত্র তৈরি করা হবে কর্মহীন শ্রমিকদের জন্যে। গ্রামীণ স্তরে তৈরি করা হবে প‌র্যাপ্ত পরিকাঠামোও। এই কাজের জন্য সরকারি তরফ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

সরকারি তথ্যে জানানো হয়, মে মাসের ৬ তারিখ প‌র্যন্ত প্রধানমন্ত্রী গরীব কল্যান প্যাকেজের আওতায় প্রায় ৩৯ কোটি মানুষ ৩৪,৮০০ কোটি টাকার সাহা‌য্য পেয়েছে কোভিড লকডাউন চলাকালীন।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube