
নিউজটাইম ওয়েবডেস্ক : গরম পড়তে না পড়তেই পানীয় জলের কষ্টে ভুগছে, ক্যানিংয়ের একাধিক গ্রাম। গ্রামের বেশিরভাগ টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। পানীয় জলের জন্য দূরদূরান্তে যেতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। ক্যানিংয়ের দিঘীরপাড়, মাতলা ১, মাতলা ২ গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের এলাকার অন্তত কুড়ি হাজারের বেশি মানুষ পানীয় জলের কষ্টে রয়েছেন।
গরম পড়তে না পড়তেই বেশিরভাগ এলাকায় গভীর নলকূপ গুলি অকেজো হয়ে পড়েছে। পানীয় জলের জন্য তাই এলাকার সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার হেঁটে জল সংগ্রহ করতে হচ্ছে দীর্ঘ লাইন দিয়ে। গরম আরও বাড়লে সমস্যা আরো বাড়বে বলে এই দাবি তাদের। বছরের পর বছর এই সমস্যায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। বারে বারে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি বলেই অভিযোগ তাদের। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের দাবি ক্যানিং এর বিস্তীর্ণ এলাকা জুড়ে জল স্বপ্ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলেই নল বাহিত পানীয় জল মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে বলে, আশ্বাস দিয়েছেন তারা।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023