
নিউজটাইম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী দু’দিনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। এর প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে রাজ্যে।
সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কেরলের পর কর্ণাটক, তামিলনাডু ও পন্ডিচেরি, করাইকালের অধিকাংশ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ২/১ দিনে অন্ধ্রপ্রদেশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু্র অন্যদিকে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পড়েই এ রাজ্যের উত্তরবঙ্গে প্রথম বর্ষা ঢোকে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর।আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ।বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৪ থেকে ৮৬ শতাংশ। বৃষ্টি হয়নি শহরে। উত্তরবঙ্গের উপরের দিকের দার্জিলিং, কালিম্পং-সহ ৫ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022