গরমে কমতে পারে করোনার প্রকোপ, কী বলছেন বিশেষজ্ঞরা!

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রচন্ড গরমে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পাবে বিশ্ববাসী। প্রথম দিকে এমনটাই দাবি করেছিলেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। কিন্তু কোথায় কী! গ্রীষ্ম শেষে বর্ষা পড়তে চলল, তাও করোনার প্রভাব কম হওয়া তো দূর মারণ ভাইরাস সমানে তার তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে। তাহলেকে গ্রীষ্মের প্রভাবে কমবেনা করোনার প্রাদুর্ভাব? উঠছে এমনই প্রশ্ন। উত্তর গোলার্ধে গ্রীস্মের আগমন কি কমাতে পারবে মারণ ভাইরাসের প্রভাব! এবিষয়ে নিজেদের মত জানালেন গবেষকরা। 

ব্রাজিল এবং মিশরে রোদ আর গরম থাকলেও করোনার প্রকোপ থেকে মুক্তি মেলেনি। তবে সূর্যের তাপ, আলো ও আর্দ্রতা এই ভাইরাসকে প্রভাবিত করতে সক্ষম বলে মত গবেশকদের। গ্রীস্মে করোনার প্রকোপ অনেকখানি কমার সম্ভাবনা রয়েছে।

করোনা নির্দিষ্ট কোন মরশুমের ভাইরাস কিনা সেবিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে একটি সমিক্ষার করে চিন জানিয়েছে, তাপমাত্রা, আর্দ্রতা ভাইরাসের গতিকে প্রভাবিত করতে পারেনা। অন্যদিকে বাকি দুটি সমিক্ষার রিপোর্টে উঠে এসেছে অন্য বিষয়। এই স্টাডিতে করোন ভাইরাস ওপর আবহাওয়ার প্রভাব রয়েছে বলে জানা যায়। এই দুটি সমিক্ষার মধ্যে একটিতে উঠে এসেছে, উত্তর গোলার্ধে গ্রীষ্মের সময় করোনা প্রকোপ কিছুটা কমতে পারে। তবে শীতকাল পড়ার সাথে সাথে তা বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। 

এবিষয়ে সেলুলার মাইক্রোবায়োলজির বিশেষজ্ঞ সাইমন ক্লার্ক বলেন, ঠান্ডা আবহাওয়াতে জ্বর, সর্দি, কাশি এবং ফ্লু-র মতো রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে করোনা রুখতে স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বিধিনিষেধ তথা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা, মাস্ক পরা এগুলি অবশ্যই মেনে চলতে হবে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube