
নিউজটাইম ওয়েবডেস্ক : গভীর সংকটের মুখে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে অবস্থিত ভাগীরথী কো অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ান লিমিটেড। মুর্শিদাবাদ জেলার একমাত্র শিল্প হিসেবে পরিচিত এই প্রকল্প। বর্তমানে মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষীদের কাছ থেকে মোট দৈনিক গড়ে ৭২হাজার লিটার দুগ্ধ সরবরাহ করা হয়। সমবায় সমিতির মাধ্যমে এই দুধ নিয়ে তা সরবরাহ করা হয় এবং তা ভাগীরথী প্রকল্প নিয়ে এসে দুগ্ধ, ঘী, পনির, সমস্ত কিছু সরবরাহ করা হয়।
বর্তমানে ভাগীরথী দুগ্ধ সমস্যা পড়েছেন। বর্তমানে সমিতির হাল খুব খারাপ, ২৭-২৮টাকা প্রতি লিটারে বিক্রি কেনা হয় দুধ। মুর্শিদাবাদ জেলার এক মাত্র শিল্প এই ভাগীরথী দুগ্ধ শিল্প। বর্তমানে চাষীরা যেখানে বেশি দাম পাচ্ছেন সেখানে চাষীরা দুগ্ধ সরবরাহ করছেন আগামী দিনে ভাগীরথী দুগ্ধ প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন সমবায় সমিতির সম্পাদক। যদিও চাষীরা ভাগীরথী দুগ্ধ প্রকল্প টিকে থাকার দাবি জানিয়েছেন। তাঁদের কথায়, এই প্রকল্প বেঁচে থাকলে তবে আমাদের মতো চাষীরা বাচব। মুর্শিদাবাদ জেলাতে কোন শিল্প না থাকলেও বর্তমানে এই একটি শিল্প রয়েছে ভাগীরথী দুগ্ধ প্রকল্প। বর্তমানে সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় কম দামে দুগ্ধ বিক্রি করা হয়। বর্তমানে উত্তরবঙ্গ এই ভাগীরথী দুগ্ধ সরবরাহ করা হয় আগের থেকে তুলনা মুলক কম যাচ্ছে এই প্রকল্প। তবে এই প্রকল্পের এমডি দাবি, ভাগীরথী দুগ্ধ জন্য সুফল বাংলা প্রকল্পে আনা হবে। বর্তমানে উত্তরবঙ্গ থেকে উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত এই ভাগীরথী দুগ্ধ সরবরাহ করা হয়। কলকাতার বিভিন্ন সংস্থা মুর্শিদাবাদে জেলা মার্কেটিং করছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023