
।। স্বপ্নাশিষ চক্রবর্তী ।।
হাতির পর এবার গন্ডারের হানায় ক্ষতি হচ্ছে ভুট্টা ক্ষেতের । এতোদিন ধরে হাতির হানায় নষ্ট হত ফসল, এখন তাতে জুড়েছে গন্ডার। একশৃঙ্গ গন্ডার।
জলদাপাড়া তথা রাজ্যের গর্ব ওই বন্যপ্রাণি এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে চিলাপাতা বনবস্তির মানুষদের কাছে। সামান্য লাভের আশায় আলু চাষের পর তাঁরা জমিতে বুনেছিলেন ভুট্টা। তাতেই এখন মন পড়েছে ওই এক শৃঙ্গদের। প্রতি রাতেই নিয়ম করে গন্ডার হানা দিচ্ছে ভুট্টা ক্ষেতে। ফসল বাঁচাতে মরিয়া চাষীরাও প্রতি আক্রমণে। ফলে হাতির সাথে মানুষের সংঘাতের পর, এখন নয়া সংযোজন, গন্ডার-মানুষের সংঘাত। রুখবে কে? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ জলদাপাড়ার বনকর্তারা।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023