গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড দেশে আক্রান্তের সংখ্যা, মোট মৃতের সংখ্যা ছাড়াল ৮ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : আনলক ১.০ শুরু হওয়ার পর থেকেই রেকর্ড হারে বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। একদিন দেশে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ার পরেই নিজেই ভাঙছে সেই রেকর্ড। বৃহস্পতিবার সেই ধারা বজায় থাকল। গত ২৪ ঘন্টায় ফের এদেশে করোনায় আক্রান্ত হলেন ৯,৯৯৬ জন। একই সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ল গত ২৪ ঘন্টায়। 

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮,১০২। অন্যদিকে নতুন রেকর্ড গড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস থাবা বসিয়েছে ৯ হাজার ৯৯৬ জনের শরীরে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯। তাঁদের মধ্যে এখনও ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন। সরকারি সুত্রের খবর এখনও পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি মানুষের কোভিড টেস্ট করানো হয়েছে। এনিয়ে দ্বিতায়বার করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হলো ভারতে। করোনা সংক্রমণের পর এখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯.০২ শতাংশ রোগী।

বর্তমানে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেনর ওপরেই রয়েছে ভারতের স্থান। তবে ভারতে সংক্রমণের হার ব্রিটেন এবং রাশিয়ার থেকে অনেকটাই বেশি বলে জানা গিয়েছে। তবে সরকারি তথ্য অনুসারে বুধবার দেশে করোনা আক্রান্তের তুলনায় করোনামুক্ত হয়েছেন অনেক বেশি মানুষ। এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত ও জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টাতেই আমরা করোনার উপরে প্রভাব বিস্তার করতে পেরেছি। বিশ্বের ছোট ছোট দেশে যখন করোনার জন্য প্রচুর লোক আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, তখন ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় করোনা রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। আমাদের রিকভারি রেটও ৫০ শতাংশের কাছাকাছি। এই লড়াই চালিয়ে যেতে হবে, প্রধানমন্ত্রীর দেখানো পথে, স্বাস্থ্য নির্দেশিকা মেনে। সামাজিক দূরত্ব, মাস্ক, হাত ধোওয়ার নীতি ভুললে চলবে না।’

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube